ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৪, ২৪ জুলাই ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে টিন, চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৪ জুলাই) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

জানা গেছে, এদিন ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে ৬ হাজার টাকা, ২ বান্ডিল টিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাছির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। 

এর আগে গত সোমবার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণিখালী এলাকায় আকস্মিকভাবে ওয়াপদার বেড়িবাঁধসহ বাগানবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। পানিউন্নয়ন বোর্ড ওই দিন থেকেই ভাঙ্গন রোধসহ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি