ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নড়াইলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২৪ জুলাই ২০১৯

নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরে বিদ্যুৎপৃষ্টে ট্রলার শ্রমিক হাশেম মোল্যার (৬০) মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাশেম পারবিষ্ণুপুর গ্রামের আজিত মোল্যার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়বুধবার বেলা ১১টার দিকে হাশেম বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরে ট্রলারে সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় বিল্লাল হোসেন নামে অপর শ্রমিক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি