ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বালিশ পেলেন রাজশাহী কারাগারের বন্দীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো ঘুমানোর জন্য বালিশ পেয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। বুধবার সকালে সিনিয়র জেল সুপার হালিমা খাতুন কারাগারে বন্দীদের মাঝে বালিশ বিতরণ করেন।

কারাগার সূত্র জানায়, বুধবার কারাবন্দীরা সবাই একটি করে তুলার বালিশ পেয়েছেন। ১ হাজার ৯৬৩ জন হাজতি ও ৮০৩ জন কয়েদিকে বালিশ দেয়া হয়। এর আগে তাদের জন্য কোনো বালিশ বরাদ্দ ছিল না।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, গত বছর থেকে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য বালিশ বরাদ্দ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাজশাহী কারাগারের বন্দীদের মাঝে বালিশ বিতরণ করা হলো।

এত দিন কারাগারের বন্দীদের দেয়া তিনটি কম্বলের একটিকে বালিশ হিসেবে ব্যবহার করতেন বলে জানান তিনি ।

এ সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ হাবীবুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুন দেশের অন্যান্য কারাগারের মতো রাজশাহী কারাগারেও বন্দীদের সকালের নাশতায় পরিবর্তন আনা হয়। বন্দীরা এখন সকালের নাশতায় সপ্তাহে চার দিন সবজি ও রুটি, দুই দিন খিচুড়ি এবং এক দিন হালুয়া-রুটি পাচ্ছেন। এবার বন্দীদের বালিশ দেয়া হলো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি