ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে বাগেরহাটে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৩, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের খানজাহান আলী কলেজের সামনে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরিচ্ছন্নতা অভিযান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সবাইকে নিজের অফিস ও বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। দেশ ও সমাজকে ভালবেসে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

র‌্যালি ও আলোচনা সভায় স্কাউট, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি