ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে মিলল পাটশাক তুলতে গিয়ে নিখোঁজ ২ নারীর লাশ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ২৫ জুলাই ২০১৯ | আপডেট: ২০:১৩, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পাটশাক তুলতে গিয়ে বানের পানিতে নিখোঁজ দুই মহিলার লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বৃহস্পতিবার বিকাল ৩টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজী ডেওডোবা গ্রামের সতী বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- আরাজী ডেওডোবা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা বেগম (৪০) ও তার প্রতিবেশী আনছার আলীর স্ত্রী রহিমা বেগম (৪২)।

আদিতমারী উপজেলা ফায়ার স্টেশনের মাস্টার ও উদ্ধারকারী দলের প্রধান এনামুল হক জানান, খবর পেয়ে তারা আজ দুপুর থেকে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বানের পানিতে নিখোঁজ দুই নারীকে পানির নীচ থেকে উদ্ধার করা হয়। 

পাটশাক তুলতে গিয়ে তারা বানের পানির স্রোতের মুখে তলিয়ে গেলে এবং সেখান থেকে আর উঠতে না পেরে মৃত্যুবরণ করেন বলে তিনি জানান।
 
এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি