ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ২৫ জুলাই ২০১৯ | আপডেট: ২১:৪৯, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সাভারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকাস্থ জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এদিকে মাদ্রাসা কতৃপক্ষ পুলিশকে না জানিয়ে নিহতের লাশ গ্রামের বাড়ি নাটোরে পাঠিয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম হাবিবুর রহমান (২০)। সে নাটোর জেলার সদর থানার লক্ষীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসার ওই শিক্ষার্থী একটি পানির হাউজ পরিষ্কার করতে নামলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে শিক্ষার্থীর মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। 

খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পরই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

এনএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি