ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ৬ ইউপিতে বিজয়ী হলেন যারা

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২৩, ২৬ জুলাই ২০১৯

কক্সবাজার ৬ ইউনিয়নের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে টেকনাফের হ্নীলা ইউনিয়নে রাশেদ মো. আলী, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে গিয়াস উদ্দিন চৌধুরী এবং কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে শহীদ উদ্দিন ছোটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত নারী সদস্য হিসেবে টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহেনা বেগম এবং মহেশখালীর শাপলাপুরে মনোয়ারা কাজল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। 

টেকনাফ থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রাশেদ মো. আলী নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার অপর ২ প্রার্থীর মধ্যে মীর মো জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৩০ ভোট। অপর প্রার্থী জালাল আহমদ চৌধুরী আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৮৮ ভোট।

টেকনাফের সাবরাং ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাহেনা বেগম। তিনি মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৬১ ভোট। তার অপর ২ প্রার্থী যথাক্রমে ছেনুয়ারা বেগম পেয়েছেন ৫৭২ ভোট এবং আমেনা খাতুন পেয়েছেন ৫২৩ ভোট।

চকরিয়া থেকে বেসরকারী ফলাফলে দেখা গেছে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গিয়াসউদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফরিদুল আলম মোটরসাইকেল প্রতীকে নিয়ে পেয়েছেন ৯৭৪ ভোট। মইন মোহাম্মদ শাহেদ আনারস প্রতীক নিয়ে ৯১১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে মোহাম্মদ সাইফুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ৭২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৯ ভোট। অপর দুই প্রার্থী নাসির উদ্দিন তালা প্রতিক নিয়ে ৩৬ ভোট এবং মনছুর আলম টিউবওয়েল প্রতীক নিয়ে মাত্র ৫ ভোট পেয়েছেন।
 
কুতুবদিয়া থেকে বেসরকারী ফলাফলে দেখা গেছে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আ,ন,ম নাছির উদ্দিন ছোটন ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম খোকন আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম ১ হাজার ৯২৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। যেখানে ২ হাজার ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালগাছ প্রতীক নিয়ে মনোয়ারা কাজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছখিনা আলতাফ সূর্যমূখীফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২০ ভোট।

কক্সবাজার  অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘উপ-নির্বাচনগুলোতে প্রচুর ভোটার উপস্থিত ছিল। সবখানে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়। যার ফলে নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল। কঠোর নিরাপত্তা জোরদার থাকায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এনএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি