বেনাপোলে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ২
প্রকাশিত : ২৩:০৬, ২৬ জুলাই ২০১৯
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও আট কেজি ভারতীয় গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট ও পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, আকট অপুর্ব মুন্সি(২০)শরীয়তপুর জেলার সদর থানার শৈলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও সহিরুদ্দিন সৈরা (২৫) বেনাপোল পোর্ট থানার ৭নং ঘিবা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টের বিজিবি সদস্যরা ঢাকাগামী একটি বাসে(ঢাকা মেট্রো-ব ১৪-৬১২৯) তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।এসময় অপুর্ব মুন্সিকে আটক করা হয়।
অপর এক অভিযানে ঘিবা বিজিবি ক্যাম্পের একটি টহল দল ঘিবা সীমান্ত থেকে আট কেজি ভারতীয় গাঁজাসহ সহিরুদ্দিন সৈরাকে আটক করেন।আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করে বোনাপোলা পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএস/কেআই
আরও পড়ুন