ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

‘ডেঙ্গু নিয়ে কারও দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ২৭ জুলাই ২০১৯

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সংশ্লিষ্ট বিভাগসমূহের উপর সরকারের নজরদারি রয়েছে। ডেঙ্গুর বিষয়ে কারও দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না।’

শনিবার সকালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি’র (বার্ড) ৫২ তম বার্ষিক পরিকল্পনার বিষয়ে অনুষ্ঠিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী। 

স্থানীয় সরকার মন্ত্রীর আরও বলেন, ‘বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রবণতা দেখা দিলেও আতংকিত হওয়ার কিছু নেই। গুজব ছড়ানোরও কিছু নেই।’ 

বার্ডের মহাপরিচালক ড. এম মিজানুর রহমান’র সভাপতিত্বে ঐ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়ের মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক আবুল ফজল মীরসহ জেলার পদস্থ কর্মকর্তারা। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি