ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় ডেঙ্গু আক্রান্ত ১২ রোগী হাসপাতালে ভর্তি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পাবনা জেনারেল হাসপাতালে গত চারদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত রোগীরা জানান, ঢাকা থেকে ফেরার পরপরই তারা জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরনাপন্ন হলে রক্ত পরীক্ষা করে তাদের ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত এসব রোগীর মধ্যে ছাত্র,পরিবহন শ্রমিক, ব্যবসায়ী এবং গামেন্টর্স কর্মি রয়েছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে, ঈশ্বরদী উপজেলার দিকসাইল গ্রামের ফরিদ আলী, পাবনা সদর উপজেলা খয়েরসুতির গ্রামের আরিফুজ্জামান, দোগাছি গ্রামের আরিফ শেখ, চর ঘোষপুর চাঁদপুর গ্রামের মিজান প্রামানিক, টেবুনিয়া গ্রামের আনোয়ার হোসেন, পাবনা পৌর শহরের শালগাড়িয়া মহল্লার ইমন শেখ, বেড়া করমজা এলাকার আজিজুল হক, চাটমোহর উপজেলার জাবরকোল গ্রামের অন্তরসহ ১২ জন।

পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম জানান, আক্রান্ত রোগীদের মধ্যে ১০ জন রোগী ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর বাইরে স্থানীয় পর্যায়ে ২ জন রোগীকে আমরা পেয়েছি। এ ছাড়া আউটডোরে রোগীর মধ্যে বেশ কিছু আক্রান্ত রোগী আমরা পেয়েছি। তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান,আক্রান্তরা ঢাকা থেকে অসুস্থ হয়ে এসেছেন। যারা ভর্তি আছে তাদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকের উন্নতি হওয়ায় তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আবার কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এনএম/কেআই
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি