ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাংনীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৭, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান,পুড়াপাড়া গ্রামের জান মোহাম্মদ মন্ডলের ছেলে ভ্যান চালক দাউদ হোসেন ও তার স্ত্রী সাহিদা খাতুনের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিলো। কলহের জেরে স্বামী দাউদ হোসেন নিজ ঘরের মধ্যে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর সে বাড়ির পাশে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকান্ডের আসল রহস্য উদঘটন করা সম্ভব হবে।

ভ্যান চালক দাউদ হোসেনের ছেলে বাদশা জানান, বাড়িতে মা বাবা দু'জনই ছিলেন। কি কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে তিনি কিছুই জানেন না।

প্রতিবেশিরা জানান, বিকালে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো এ সময় ভ্যান চালক দাউদ হোসেন বাজার থেকে বাড়ি আসে। এরপর কি ঘটনা ঘটেছে কেউ কিছু বলতে পারছে না। 
এনএম/কেআই
 

 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি