ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু এখন বাগেরহাটে,হাসপাতালে ভর্তি ৪

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৮, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকাতে যখন ডেঙ্গু নিয়ে তোলপাড় ঠিক তখন বাগেরহাট সদর হাসপাতালে শনিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীরা হলেন, বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার নরুজ্জামানের ছেলে শিপন (২৫),দেপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আর ইমরান (২১), বাদোখালি এলাকার আবু বকরের ছেলে কায়কোবাদ (২৩) এবং সায়রা এলাকার শেখ মোস্তাফার ছেলে ইব্রাহিম শেখ (২৪)। 

বাগেরহাট সিভিল সার্জন ডা. জি কে সামসুজ্জামান বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত বাগেরহাট সদর হাসপাতালে এ পর্যন্ত ৪জন রোগী ভর্তি হয়েছিল।এদের মধ্যে তিন চিকিৎসা শেষে বাড়িতে গিয়েছে।শিপন নামের এক রোগী পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছে তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি