ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আঠারো বছরের আগে শিক্ষার্থীদের মোবাইল দেয়া উচিত নয়: মিল্টন রায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেছেন, আঠারো বছরের আগে শিক্ষার্থীদের হাতে মোবাইল দেওয়া কোন ভাবেই উচিত নয়। আর শিক্ষার্থীরা অধ্যয়নে মনোযোগী কী না, এ ব্যাপারেও অভিভাবকদের আরও সচেতনতা জরুরি।

শনিবার বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সীতাকুণ্ড মানবতা ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও ত্রৈমাসিক স্কুল ইভেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানটি উদ্ধোধন করেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন।

এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরামুল হাসান বাবুর সঞ্চালনায় ও রনি খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন, সাদেক মাস্তান (র.) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ সাদেক, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সেক্রেটারী লায়ন আলহাজ্ব বেলাল হোসেন, বিশিষ্ট স্থপতি ডিজাইনার লায়ন ইঞ্জিঃ আলহাজ্ব কামরুদ্দৌজা, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক কবি শুক্কুর চৌধুরী প্রমুখ।

এনএম/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি