রাজশাহীতে বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৯:৪১, ২৮ জুলাই ২০১৯
রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল চালু ও আটক শ্রমিকদের মুক্তির দাবিতে ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসী পৃথক ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার দুপুরে নগরীর তালাইমারি মোড়ে এ মানববন্ধন কর্মসচি পালন করা হয়।
মানববন্ধন শেষে বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবি সম্বলিত একটি স্মারকলিপিও জেলা প্রশাসনকে প্রদান করা হয়। সোমবারের মধ্যে বালুমহাল খুলে দেওয়া না হলে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার হঠাৎ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ইজারা নেয়া বৈধ বালুমহালটি বন্ধ করে দেন। এ সময় সেখান থেকে আটজন শ্রমিককে ধরে নিয়ে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়। বালুমহাল বন্ধ করার কারণে প্রায় এক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা বলে মানববন্ধনে উল্লেখ করা হয়। সোমবারের মধ্যে শ্রমিকদের মুক্তি ও বালুমহাল চালু না করা হলে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও ঘোষণা দেন বক্তরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করর্পোরেশনের (রাসিক) কাউন্সিলর তরিকুল আলম পল্টু, হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান বাদল, হাসান আলী, বালু ব্যবসায়ী মাহাফুজুর রহমান, বাবর আলী, মাসুদুল ইসলাম স্বপন, আব্দুর সাত্তার, জহির উদ্দিন কেতু, মাসুদ রানা, সাইফুর ইসলাম, খায়রুল বাশার, আবুল হোসেন, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল, জনি ইসলাম প্রমুখ।
এ বিষয়ে কথা বলতে রাজশাহী জেলা প্রশাসকের সরকারী মুঠোফোনে কয়েকবার রিং করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, চলতি বছর দরপত্র প্রতিযোগিতার মাধ্যমে ‘মেসার্স আমিন টেডার্স’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পদ্মা নদীর চরশ্যামপুর ও চরখিদিরপুর মৌজার ১২০ একরের বালুমহাল থেকে বালু উত্তলনের জন্য ২ কোটি ২ লাখ টাকায় ইজারা নেয়।দরপত্রের নিয়ম অনুযায়ী ইজারার অর্থ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ পরিশোধ করা হয়। গত ১৪ এপ্রিল জেলা প্রশাসনের কর্মকর্তারা লাল নিশান সংবলিত খুঁটি পুতে সংশ্লিষ্ট ইজারাদার প্রতিষ্ঠানকে বালুমহালটি বুঝিয়ে দেন।পরে নিশানের ভিতর চরশ্যামপুর মৌজা থেকে বালু উত্তোলন শুরু করে প্রতিষ্ঠানটি। বালু পরিবহনের জন্য কাজলা মৌজায় তালাইমারি সড়ক ব্যবহারের জন্য সিটি করপোরেশন থেকে টোল ইজারাও নেওয়া হয়।
তবে কোন নোটিশ ছাড়াই গত বুধবার দুপুরে ইজারা নেওয়া এই বৈধ বালুমহালের বালু উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেন জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখান থেকে বালু উত্তোলনে নিয়োজিত ৮ শ্রমিককে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর প্রতিবাদে গত ২৫ জুলাই রাজশাহীর বালু ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে শ্রমিকদের মুক্তি ও বৈধ বালুমহাল বন্ধের আদেশ প্রত্যাহারের দাবিও জানিয়েছিলেন।
এমএস/কেআই
আরও পড়ুন