ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৯ জুলাই ২০১৯ | আপডেট: ১১:৪৮, ২৯ জুলাই ২০১৯

পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা চেষ্টা করা হয়েছে। রোববার রাতে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা  কলেজ এলাকায় স্থানীয় ঐ ব্যবসায়ীর উপর ধারাল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা।   

স্থানীয় সূত্রে জানা যায়, পাবলিক মাঠ সংলগ্ন নিজ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন শহিদুল ইসলাম (৪৫)। রাত পৌনে ১০টার দিকে তিনি ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ এলাকার শাহবুদ্দিন মাস্টারের বাসার সামনে পৌঁছলে অজ্ঞাত তিন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে। দুর্বৃত্তরা তার গলায় ও পেটে ছুরিকাঘাত করে। এ সময় শহিদুলের চিৎকারের শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। 

গুরুতর আহত শহিদুলকে উদ্ধার করে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে আমরা ঘটনার তদন্তে মাঠে নেমেছি। আশা করি শীঘ্রই অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে পারব।’

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি