ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে বাস উল্টে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৯ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৫৫, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস কাশিয়ানী উপজেলার ব্যাসপুরে যাচ্ছিল। ভাটিয়াপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পর একজন মারা যান।

ওসি বলেন, উদ্ধারকাজ চলছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি