ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৩, ২৯ জুলাই ২০১৯

পটুয়াখালীর বাউফলে শারমিন(২৫) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার দুপুরে বাউফল পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের হারুন-অর-রশিদের বাসার ভাড়াটিয়া পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের বিল সহায়ক শামীমা পারভিনের ফ্ল্যাট থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

শামীমা পারভিন জানান, অফিস থেকে চাবি ও তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাসায় যায় শারমিন।দুপুরে খবর পেয়ে বাসায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো শারমিনের মৃতদেহ দেখতে পান তিনি।

শারমিনের মা নাসিমা বেগম জানান, প্রতিদিনের মতো সকালে বাসা থেকে কাজে বের হয় শারমিন। তবে কেন কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।শারমিনের একটি কন্যা সন্তান রয়েছে।

বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,‘থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’ 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি