ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ৩ নারী জেএমবি সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৮, ২৯ জুলাই ২০১৯

সিরাজগঞ্জে সন্ত্রাস দমন আইনে ৩ নারী জেএমবি সদস্যের প্রত্যেকে ৯ বছর কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছালমা বেগম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাচ্চুম (৩০), গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার কামরুল ইসলামের স্ত্রী রুনা বেগম (১৯) এবং বগুড়া জেলার শাহজাহানপুর থানার সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার (২১)। 

অতিরিক্ত পিপি সিরাজুল হক সরকার জানান, ২০১৬ সালের ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার হুকুম আলীর ভাড়া বাড়ি থেকে বোমা তৈরীর সরঞ্জামসহ তাদের গ্রেফতার করেছিল।

ওই দিনই তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন বলে তিনি জানান। 

আই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি