ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:০৭, ৩০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। 

সোমবার বিকালে বেনাপোল-পুটখালি সড়কের খড়িডাঙ্গা চৌধুরী ইট ভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরহাদ বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়া গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় ৩০টি নীল রঙের পলি প্যাকে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ ব্যাপারে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি