ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১ রোগী শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৭, ৩০ জুলাই ২০১৯

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১ রোগী শনাক্ত করা হয়েছে। গত পাঁচ দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এই রোগীরা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ছিল। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে ফিরে গেলেও ছয়জন চিকিৎসাধীন এবং বাকি দু’জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছে। 

আক্তান্তদের মধ্যে সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন- শাহজাদপুর উপজেলার আব্দুল হাই (২৫), সদর উপজেলার পূর্বকরতারা গ্রামের ইউসুফ সরকারের ছেলে সুজন সরকার (২৮), পৌর এলাকার হাসপাতাল রোডের রণজিৎ কুমারের ছেলে আশিক কুমার (২৮), সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (১৩), উল্লাপাড়া উপজেলা সদরের শহিদুল ইসলামের ছেলে শিদুল ইসলাম (২৪) ও বেলকুচি উপজেলার নাগগাঁতী গ্রামের আবু তালেবের ছেলে রেজাউল (৩০)। 

বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন- সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে সুজন শেখ (৩০) ও রিপন শেখ (২৫)। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

হাসপাতালের তত্বাবধায়ক রমেশ চন্দ্র সাহা বলেছেন, আতংকের কিছু নেই। পরীক্ষা করে চিকিৎসা নিলে ডেঙ্গু ভাল হয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি