ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুক্তিযোদ্ধা সুভাষ ভৌমিকের দেহত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৩০ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৪৫, ৩০ জুলাই ২০১৯

মুক্তিযোদ্ধা সুভাষ ভৌমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

১৯৪৭ সালে কুমিল্লার লাকসামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নরেন্দ্র কুমার ভৌমিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তার ছেলে পাভেল ভৌমিক একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

সুভাষ ভৌমিক কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটির সাবেক সদস্য ছিলেন।

তিনি এরশাদ বিরোধী আন্দোলনে লাকসাম কমিটির সভাপতি ছিলেন। তিনি স্থানীয় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি