ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পাবনায় খামারে ২ লাখ গবাদি পশু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৩১ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২৯, ৩১ জুলাই ২০১৯

স্বাভাবিকভাবে পশু মোটাতাজা করে সাফল্য দেখিয়েছেন পাবনার খামারীরা। কোরবানীর হাটে তুলতে চলছে শেষ সময়ের যতœ। আর চাটমোহরের এক খামারী ৪২ মণ ওজনের গরু পালন করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। 
চাটমোহরের ছোট গুয়াখড়া গ্রামের মিনারুল। প্রথমবারের মতো করেছেন গরুর খামার। তার খামারে একটি গরুর ওজন ৪২ মণ। নাম টাইগার। ফিজিয়ান জাতের গরুটির দৈর্ঘ্য ৯ ফুট ও উচ্চতা সাড়ে ৫ ফুট। বিশালদেহী এই গরু দেখতে আসছেন অনেকেই।
টাইগার ছাড়াও মিনারুলের খামারে ফিজিয়ান জাতের আরও ২০টি গরু রয়েছে। খামারীদের দাবি, ক্ষতিকর রাসায়নিক ও হরমোন প্রয়োগ ছাড়াই এসব গরু পালন করেছেন তারা।
প্রাণী-সম্পদ বিভাগের তথ্যমতে, জেলায় খামারের সংখ্যা ২০ হাজার ৬৭৩। গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে এবারের কোরবানীর ঈদের জন্য এখান থেকে যোগান দেয়া যাবে ২ লাখ ১৮ হাজার গবাদি পশু ।
খামারিরা বলছেন, ন্যায্যমূল্য নিশ্চিতে ভারত থেকে গরু আসা এবং গবাদি পশু আমদানি বন্ধ করা জরুরি।


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি