সন্দ্বীপে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
প্রকাশিত : ২১:১৬, ৩১ জুলাই ২০১৯
'নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি' এই স্লোগানকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই উপলক্ষে র্যালী, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহাজান বি.এ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাঈন উদ্দিন মিশন।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধ করতে প্রত্যেকে নিজের বসতবাড়ীসহ আশপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কেআই/
আরও পড়ুন