ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে ট্রাক উল্টে মারা গেল ৫ গরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গরুবেঝাই ট্রাক উল্টে ৫টি গরুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই গরু ব্যবসায়ী। 

বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ঘাটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়রা জানায়, কোরাবানীর ঈদ উপলক্ষে কুষ্টিয়া থেকে চট্টগ্রামে আসার পথে একটি গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা ৫ টি গরু ঘটনাস্থলে মারা যায়। এছাড়া ট্রাকের উপরে থাকা দুই গরু ব্যাবসায়ী আহত হয়। খবর পেয়ে বাঁশবাড়িয়া হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি