ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ১১ পলাতক আসামী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ১ আগস্ট ২০১৯

যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আইয়ুব হোসেনের ছেলে দিপু (২৮) ও ফারুক (২৫), বিল্লাল হোসেনের ছেলে ইউছুপ (৩০), বড় আঁচড়া গ্রামের মনজ্ঞুরুলের ছেলে খায়রুল ইসলাম (৩৮), ইউছুপের ছেলে জব্বার (৩৩), মানিকের ছেলে রুবেল (৩২), মজিদের ছেলে শহিদুল (৩০), কাগজপুকুর গ্রামের হোসেনের ছেলে শাহাজান (২৪), আনোয়ারের ছেলে আতাউর (৪০), পুটখালী গ্রামের গোলামের ছেলে নাসিম (৩৪) ও মালেকের ছেলে শরিফুল (২৭)।

বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা এলাকায় অবস্থান করছে গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি