ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৩, ১ আগস্ট ২০১৯

‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা পরিষদে এসে শেষ হয়। 

পরে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদের উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিউল্লাহ। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক রজত ভূষন রায়, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শহিদুল্লাহ, নওশাদ মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গৌরি রানী ভট্রাচার্য্য, আব্বাস উদ্দিন, মল্লিকা দাস, অসীম রায়, জ্যোতির্ময় দাস, হোসেন আলী,হেমেন্দ্র দাস প্রমুখ৷

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি