ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গুজবের প্রতিবাদ ও ডেঙ্গু মোকাবেলায় মোংলায় মানববন্ধন

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা 

প্রকাশিত : ১৮:৩১, ১ আগস্ট ২০১৯

দেশব্যাপী গুজব ছড়ানোর প্রতিবাদ ও ডেঙ্গু আতঙ্ক মোকাবেলায় বাগেরহাটের মোংলায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের শেখ আ. হাই সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শেখ আ. রহমান। 

মানববন্ধনে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন। 

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি