ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে শোকের মাস উপলক্ষ্যে গাছের চারা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৪, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৫৫, ১ আগস্ট ২০১৯

গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোকের মাসের কর্মসূচি শুরু করেছে বাগেরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের হাতে তিনটি করে গাছের চারা তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আলী আকবর টুটুল, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের হাতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি