ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় বাড়ছে ডেঙ্গু রোগী: ঝুঁকিমুক্ত বলছেন চিকিৎসকরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৯, ২ আগস্ট ২০১৯

চুয়াডাঙ্গায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আরও ১৯ ডেঙ্গু রোগীকে শনাক্ত করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে এক শিশুসহ ১০ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তারা সকলেই শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ড. শামীম কবির জানান, ডেঙ্গু রোগীদের কথা বিবেচনা করে দ্রুততম সময়ে পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালে ডেঙ্গু জোন চালু করে চিকিৎসা চলছে।  

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি