ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে পুড়ল অর্ধশতাধিক বস্তিঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে জেলা পরিষদ কার্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে উঠা বস্তিতে আগুনে পুড়ে গেছে ৭০টি ঘর। এতে বেশির ভাগই ছিল গার্মেন্টসের ঝুটের গোডাউন।

শুক্রবার ভোর রাতে আগুন লাগার এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন। বলেন, শুক্রবার ভোর ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এ বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় অন্তত ৩০-৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া প্রতি বছর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি