ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে রেডক্রিসেন্টের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২ আগস্ট ২০১৯

সিরাজগঞ্জের বন্যাদুর্গত এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে দুই শত বানভাসী পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। 

এ সময় প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, পরিমান মতো চিনি, তেল ও ১ কেজি লবন, সুজি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেটসহ শুকনো খাবার এবং পানি বিতরণ করা হয়।  

ত্রাণ বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, জেলা পরিষদ সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান গাজী লুৎফর রহমান মাখন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক রবিউল আলম, ইউনিটি স্টাফ কর্মকর্তা তাজুল ইসলাম তাজ প্রমুখ। 

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি