ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চিকিৎসাধীন ৭১ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৭, ৩ আগস্ট ২০১৯

গাজীপুরে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের সংখ্যা।  এ পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৭২জন। এছাড়া নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়া প্রকোপ।

হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে ৭১ জন বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন। এই হাসপাতালে এ পর্যন্ত ১৭২ জন রোগী চিকিৎসা নিয়েছে। রোগীদের অনেকের হাসপাতালের বিছানায় জায়গা না হওয়ায় ঠাই হয়েছে বারান্দা ও ফ্লোরে।

এছাড়া ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ৬৮জন রোগী চিকিৎসা নিয়েছেন।  

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস বলেন, এই হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। আমরা রোগীদের সেবা দেয়ার জন্য  আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি