ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার দুপুরে বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক দুই মাদক ব্যবসায়ী হলো বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আকমল হোসেনের ছেলে মাসুম (১৯) ও একই গ্রামের মিন্টু শেখের স্ত্রী পিংকি আক্তার(২৭)। 

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ক্যাম্পের বিজিবি'র একটি টহল দল বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে মাসুমকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বাজারের ব্যাগের মধ্য থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।পরে তার স্বীকারোক্তিতে পিংকি আক্তারের রান্না ঘরের মধ্যে লুকানো ৭০ বোতল ফেন্সিডিলসহ পিংকি আক্তারকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি