ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

চুয়াডাঙ্গা  প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৬, ৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

“নিজে কাজ করি, নির্ভরশীলতা পরিহার করি” এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।এ কর্মসূচির শুভ সুচনা করেন পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম বার।  শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ লাইন্স থেকে এ কর্মসূচি শুরু করা হয়। 

ডেঙ্গু প্রতিরোধে আমরা আমাদের বাসা অথবা অফিসের আঙিনা-পরিষ্কার রাখার আহবান জানান পুলিশ সুপার মাহাবুবুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কলিমুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) আবু রাসেল প্রমুখ।

এদিকে, শনিবার দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২৯ রোগি ভর্তি হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৯জন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি