ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সাভারে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০২, ৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:০৫, ৩ আগস্ট ২০১৯

সাভারের আশুলিয়ায় মৌসূমী বেগম (৩২) নামের এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেন সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুকন্দি এলাকায় নিজ স্বামীর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করে গৃহবধু মৌসুমী বেগম (৩২)। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূর পিতার নিকট থেকে খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ।এঘটনার পর থেকে নিহতের স্বামী জয়নাল পলাতক রয়েছে।

 ওই গৃহবধুর বাবা জানিয়েছে তার মেয়েকে হত্যা করা হয়েছে। অপরদিকে দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি ট্রাক চাপায় মারা গেছে বলে ধারনা করছে পুলিশ।এঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি