ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৪ আগস্ট ২০১৯

‘ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই, নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার জেলার আমতলী পৌরসভার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পৌর এলাকায় চালানো হয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। সেই সাথে জনসচেতনতার জন্য আলোচনা সভা, র‌্যালিও করা হয়।

পরে পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শঙ্কর প্রশাদ আধিকারী, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রমূখ।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি