ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

সাভারে দুই ট্রাকের সংঘর্ষে মারা গেল অর্ধশতাধিক ছাগল

সাভার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৪:০১, ৪ আগস্ট ২০১৯

আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি ছাগলবাহী ট্রাক ও বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অর্ধশতাধিক ছাগলের। এতে ঐ ট্রাকের চালকসহ অন্তত দুই জন আহত হয়েছেন।

শনিবার দিনগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচলা বন্ধ থাকে।

ছাগলের মালিক হাসানুর জামান জানায়, যশোর জেলার বারোবাজার থেকে ২৫০টি ছাগল নিয়ে গাবতলীর হাটে বিক্রির জন্য নিয়ে আসছিলেন। দূর্ঘটনায় তার প্রায় ৫০টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। এতে তার প্রায় ৮ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে। একই সাথে আহত ছাগলের মধ্যে কয়েকটিকে রাতের আঁধারে চুরি করেও নিয়ে গেছে দূর্বৃত্তরা। 

অন্যদিকে দূর্ঘটনা কবলিত ট্রাকটির (ছাগলবাহী) চালক ও সহযোগীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে এসে ট্রাকটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

এমএস/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি