ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সাভারে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১৫:৩৫, ৪ আগস্ট ২০১৯

সাভারের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র (বিপিএটিসি) এলাকায় ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, দুপুরে সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজ গেইটের বিপরীত পাশে একটি পরিত্যক্ত ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে আগে অন্যত্র হত্যার পর রাতের আঁধারে এখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে অপরাধীদের সনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি