ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ৪ আগস্ট ২০১৯

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, হিলির নওপাড়া এলাকার মৃত কিনাম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩০),বৈগ্রাম এলাকার মানিক চানের ছেলে জহুরুল ইসলাম (২১), ধরন্দা এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে লিটন মিয়া (৩৪), হিলির কালিগঞ্জ এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে কাজল হোসেন (৩০)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, হিলি সীমান্তের কালিগঞ্জ এলাকার জনৈক কাজল হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের ফ্রিজের নিচ থেকে ১৯ বোতল ফেনসিডিলসহ কাজল হোসেনকে আটক করা হয়। 

এছাড়াও রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের সকলকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি