ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা

 বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ২১:০১, ৪ আগস্ট ২০১৯

'ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই, নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরগুনার আমতলী পৌর মেয়র পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উপর জনসচেতনতার লক্ষ্যে আলোচনা সভা, র‌্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেছেন। 

রোববার সকালে পৌরসভার হল রুমে মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমী কমলেশ মজুমদার, আমতলী থানার ওসী আবুল বাশার, আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শঙ্কর প্রশাদ আধিকারী-সহ অন্যান্য অতিথি বৃন্দ। 

এরপর পৌরসভার সামনে থেকে একটি র‌্যালী শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এখানে জনসাধারণের উদ্দেশে মেয়র মতিয়ার রহমান সচেতনতামূলক বক্তব্য রাখেন। র‌্যালীতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন মহলের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিক সহ-সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন।

কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি