ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৫ আগস্ট ২০১৯ | আপডেট: ০৯:১৬, ৫ আগস্ট ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোলেমান মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

সোমবার রাত ৩টার দিকে উপজেলার ডেউয়াতলী কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

চুনারুঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাত দল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় এক ডাকাতসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত ডাকাতকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত সোলেমান মিয়া (৩০) মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে পাঁচ-ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি