ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ৫ আগস্ট ২০১৯

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় বাইপাস সড়ক এলাকায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন বেনাপোলের দিঘীরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হোসেন আলীর ছেলে সোহাগ হোসেন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালানের খবর পেয়ে দিঘীরপাড় বাইপাস সড়কে অভিযান চালিয়ে মিলন ও সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ শত গ্রাম গাঁজা পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি