ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় দুই ভুয়া পুলিশ আটক

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ৫ আগস্ট ২০১৯

শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ৫টি মুঠোফোন এবং ১টি মোটরসাইকেল জব্ধ করে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো  বগুড়া সদর থানার কালীতলা কাঠনাথপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে মো. শাফায়েত (৪২)  এবং নীলফামারী সদর থানার লতিফচাপড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আবু সাঈদ জানান, বিশমাইল এলাকায় ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান থামিয়ে মোটরসাইকেল আরোহীদ্বয় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করছি। রিক্সা-ভান চালকদের সন্দেহ হলে তারা সাভার হাইওয়ে পুলিশকে জানায়। 

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ পরিচয়দানকারী ২ জনকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।  পরে তাদেরকে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী ভ্যানচালক রশিদ শেখ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে।

এএইচ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি