ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০০, ৫ আগস্ট ২০১৯

বাগেরহাটে ডেঙ্গু জ্বর ও এডিস মশা প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে বাগেহাট বাস স্ট্যান্ড চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
  
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  দেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। 

এ সময় বক্তব্য দেন,  বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান,আন্তঃজেলা জেলা মিনিবাস ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, খান আবু বক্কর সিদ্দীক ।
 
বক্তারা বলেন, দেশে ডেঙ্গু ভয়াবহভাবে ছড়িয়ে পরেছে। এর প্রতিরোধে সকল রাস্তা-ঘাট,অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িসহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশা যাতে জন্মাতে না নিতে পারে সে জন্য সকলকে সচেতন থাকার আহবান জানান বক্তারা। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি