ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দোহারে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫৬, ৫ আগস্ট ২০১৯

ঢাকার দোহার থেকে হেরোইনসহ মো. সোহেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। রোববার দুপুরে উপজেলার পালামগঞ্জ থেকে তাকে আটক করা হয়। সোহেল উপজেলা নাগেরকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। 

র‌্যাব-১১ এর উপ-পরিচালক পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার পালামগঞ্জ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় সোহেলকে আটক করে র‌্যাব। এ সময় তার দেহ তল্লাশী করে ১২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে সোহেল র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তার বিরুদ্ধে দোহার থানায় মামলা নং- ৫(২)১৯ ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ৮(গ)/৪১ এর ওয়ারেন্ট যার প্রসেস নং-৫৩৫/১৯ রয়েছে।

মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি