ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ২১:২৪, ৫ আগস্ট ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সদর উপজেলা হাসপাতাল মোড় ও উচালিয়া পাড়া এলাকায় শতাধিক অবৈধ ব্যবসা  প্রতিষ্ঠান বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয় প্রশাসন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যট এস এম মোসা জানান, এটা আমাদের রুটিন ওয়ার্ক। 

তিনি বলেন, বার বার বলার পরও সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি গড়ে তোলা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে গাছ রাখার দায়ে একটি করাতকল মিলকে নগদ তিন হাজার টাকা জরিমানা করেন। 
এর মধ্যই উচালিয়া পাড়া গ্রামের মুন্সিপাড়া এবং কামলাহাটির লোকদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি