ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বজ্রপাতে মহেশখালীতে কেড়ে নিল ২ শিশুর প্রাণ 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪০, ৫ আগস্ট ২০১৯

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। তাদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার সরওয়ার কামালের ছেলে ওসমান গণি (১২) ও আব্দুল জব্বারের মেয়ে সাদিয়া আক্তার (১০)। এছাড়াও বজ্রপাতে আবুল কাশেমের ছেলে শামসুল আলম (৪০) ও আব্দু জব্বারের ছোট মেয়ে সানিয়া আকতার (৮) গুরুতর আহত হন। তাদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার বিকেলে স্থানীয় একটি ছড়ায় মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুই শিশু মারা যায়। এসময় আহত হয় আরও দুইজন। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি