ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০৬, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

শহরের উত্তর সংলগ্ন বরুনাগাও এলাকায় সোমবার বিকেলে বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মোঃ সেলিম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান পিপিএম’র তত্বাবধানে থানার  এএসআই ফজলে রাব্বী’র নেতৃত্বে পুলিশের একটি দল বরুনাগাও এলাকায় অভিযান চালায়।

এসময় বরুনাগাঁও মোড়ে দাঁড়িয়ে থাকা শহরের পূর্ব গোয়ালপাড়া মহল্লার বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোঃ সেলিমের আচরণে সন্দেহ হলে তার দেহে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি ইউএসএ পিস্তল, ১টি ম্যাগাজিন  ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। 

এব্যাপারে ওসি আশিকুর রহমান পিপিএম জানান, আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি