ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে গানে গানে প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৬ আগস্ট ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে বরগুনা জেলা প্রশাসন গানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। ‘বরগুনাকে পরিচ্ছন্ন করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ বার্তা নিয়ে আজ থেকে শুরু হয়েছে এ প্রচারণা।

আগামী সাতদিন চলবে এই প্রচারণা। জনসচেতনতা মূলক কথা ও গানের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সকল তথ্য প্রচার করা হচ্ছে। শহর থেকে শুরু করে গ্রামের প্রতিটি বাজারে থেমে থেমে এই তথ্যমূলক গান প্রচারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

গ্রাম অঞ্চলের মানুষ সঙ্গীত প্রিয়, তাই গানের মাধ্যমে গাড়িতে করে ডেঙ্গু রোগ প্রতিরোধের সকল তথ্য প্রচার করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

আগামীকাল বুধবার (৭ আগস্ট) জেলার সকল উপজেলায় একযোগে এই কার্যক্রম চলবে। এসময় শহর ও গ্রাম ঞ্চলের প্রতিটি এলাকাকে ভাগ করে আলাদা আলাদা গ্রুপ করে জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতায় পরিস্কার পরিচ্ছনতা অভিযান চালানো হবে।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি