ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৬ আগস্ট ২০১৯

গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়।

এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ২৮৯ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছে ১০৭ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৮২ জন।

এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান।

তিনি আরো জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নয় এবং এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী কুমিল্লায় মারা যায়নি।

এমএইচ/

      


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি